নিজস্ব সংবাদদাতা, ঝালদা, ৭ জানুয়ারি, ২০২৫, মঙ্গলবারঃ কৃষি ক্ষেত্রে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার বিষয়ে মঙ্গলবার স্থানীয় কৃষকদের নিয়ে কর্মশালার আয়োজন করল কৃষি দপ্তর। ঝালদা থানার পাট ঝালদা গ্রামে এলাকার কৃষকদের কৃষি জমিতে ড্রোন প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে মঙ্গলবার হাতেকলমে প্রশিক্ষণ দেন ঝালদা-১ ব্লক কৃষি দপ্তরের আধিকারিকেরা। কিভাবে আধুনিক এগ্রিল ড্রোনের মাধ্যমে বড় বড় কৃষি জমিগুলিতেও কত অল্প সময়ে কীটনাশক স্প্রে করা যায়, সেবিষয়ে এদিন কৃষকদের পুঙ্খানুপুঙ্খ বোঝানো হয়। ব্লক কৃষি সহ-অধিকর্তা স্বরূপ পান্ডা এদিন জানান, এই ড্রোনের মাধ্যমে একদিনে ৩০ একর পর্যন্ত কৃষিজমিতে কীটনাশক স্প্রে করা যাবে। শুধু তাই নয়, ড্রোনের মাধ্যমে কীটনাশক স্প্রে করলে কৃষকদের শরীরও কোনরকম রাসায়নিক প্রতিক্রিয়া থেকে সুরক্ষিত থাকতে পারে। দপ্তর সূত্রে খবর, এই কৃষি যন্ত্রটির বর্তমান বাজার মূল্য ৭ থেকে ৮ লক্ষ টাকা। তবে কৃষিজীবিরা কিনতে চাইলে সেক্ষেত্রে ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত দামে ছাড়ের ব্যবস্থাও রয়েছে। এছাড়াও যন্ত্রটি যে ছোট বা মাঝারি চাষীরা ভাড়ায় নিয়েও কাজে লাগাতে পারেন, এদিন তেমনই জানিয়েছেন ব্লক সহ-কৃষি অধিকর্তা। এদিন শিবিরে উপস্থিত স্থানীয় কৃষক প্রবীর কুইরি, ভীম লায়া প্রমুখরা বলেন, যন্ত্রটি খুবই কাজের। সময়ের বচত তো হবেই সেই সঙ্গে জমির ফসলের ঘনঝাড়ে বসবাসকারী বিষধরদের থেকেও রক্ষা পাওয়া যাবে। তবে এটির দাম এবং কর্মক্ষমতার বিচার করলে বলা যায়, যাঁরা খুব বড় চাষী বা বহু একর জমি রয়েছে, তাঁদের ক্ষেত্রেই অধিক লাভদায়ক, এরকমই মত স্থানীয় চাষীদের।
