নিজস্ব সংবাদদাতা, ঝালদা, ৭ জানুয়ারি ২০২৫, মঙ্গলবারঃ রাতের অন্ধকারে প্রতিবেশী গ্রামবাসীর জমির সবজি নষ্ট করার অভিযোগ উঠল ঝালদায়। ঝালদা থানার অন্তর্গত কুদলুং গ্রামের বাসিন্দা গৃহবধূ গৌরী কুইরি রবিবার ঝালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানিয়েছেন, আগের দিন গভীর রাতে প্রতিবেশী গ্রামবাসী শ্যামলাল কুইরি ওই গৃহবধূর জমির চাষ করা সবজি নষ্ট করে দেয়। গৌরী দেবীর দাবি, তাঁর স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। এমতাবস্থায় তাঁকেই বহু কষ্ট করে জমিতে চাষবাস করতে হয় বলেও ওই গৃহবধূর দাবি। আরো অভিযোগ, ফসল নষ্ট করার কারণ জানতে চাইলে শ্যামলাল কুইরি গৌরী দেবীকে প্রাণে মারার হুমকিও দিতে থাকে।

শেয়ার করুন

You cannot copy content of this page