নিজস্ব সংবাদদাতা: “দানা” র প্রকোপ না থাকলেও কার্যত শুনশান পুরুলিয়ার পথেঘাট। ঝড় বা প্রবল বর্ষণ নেই। তবে বৃহস্পতিবার বিকেল থেকে ঘন মেঘে আকাশ প্রায় অন্ধকার। মাঝরাত থেকে শুরু হয়েছে ছিটেফোঁটা বা কখনো সামান্য জোরে বৃষ্টিপাত। আর তাতেই ঘরবন্দী পুরুলিয়াবাসী। প্রশাসনিক সতর্কতা অনুযায়ী জেলার বান্দোয়ান এলাকায় দানার কিছুমাত্র প্রভাব দেখা যেতে পারে। গতিপথ পরবর্তন করায় ঝড়ের প্রকোপ জেলার অন্যান্য এলাকায় তেমনভাবে লক্ষ্য করা যাবে না বলে ইতিমধ্যেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে কথায় বলে, “সাবধানের মার নেই”। সেই সাবধানতা অবলম্বন করেই পুরুলিয়া শহরের হাট বাজারও জনশূন্য শুক্রবার সকাল থেকেই। জেলা প্রশাসন তথা জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বৃহস্পতিবার থেকেই সতর্কতা জারি করা হয়েছে। বেশ কিছু স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান সরকারিভাবে বন্ধ। প্রশাসনের আরো সতর্কতা বেলা বাড়ার সাথে সাথে বাড়তে পারে বর্ষণের আধিক্য। সুতরাং পুজোর পরেই ‘দানা’ – র ছুটি কাটাচ্ছেন জেলার মানুষ।

শেয়ার করুন

You cannot copy content of this page