নিজস্ব সংবাদদাতা, ঝালদা : প্রাকৃতিক দুর্যোগে ঝালদায় থমকে গেলো মণ্ডপ তৈরির কাজ | সমস্যায় পূজা কমিটি থেকে মণ্ডপ প্রস্তুত কারকরা |


সামনেই দুর্গো পুজো হাতে গোনা আর কয়েকটা দিন বাকি তার পুর্বেই বাদ সাধলো নিম্নচাপ যার ফলে থমকে গেলো মণ্ডপ তৈরির কাজ | অন্যদিকে আরজি কর ঘটনার জেরে উৎসাহ কিছুটা হতাশার রুপ নিয়েছে।
এবিষয়ে ঝালদা নামোপাড়া দূর্গা পূজা সমিতির মূর্তি শিল্পী প্রবীর রাজোওয়াড় জানান এবছর ঝালদা নামপাড়া সার্বজনীন দুর্গোউৎসব সমিতির মণ্ডপ দিল্লীর লালকেল্লার আদলে ও শহীদদের স্মরণে তৈরী হচ্ছে দূর্গা প্রতিমা | হাতে আর কয়েকটা দিন তার মধ্যে এই অবিরাম বৃষ্টি যার জেরে মণ্ডপ তৈরি ও মূর্তি তৈরিতে সমস্যা হচ্ছে তাই আমরা এখন চিন্তিত কি ভাবে মন্ডপ ও মূর্তি সম্পূর্ণ করবো |
অন্যদিকে ঝালদা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা তথা স্থানীয় শিল্পী চট্টরাজ জানান মহালয়া দেবীবরণের দিন থেকে অধীর অপেক্ষায় থাকি কবে নতুন ঠাকুর দেখবো কি থিম কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুটা সমস্যা হচ্ছে মণ্ডপ তৈরিতে সেই চিন্তার মাঝে আরজিকর ঘটনার জেরে এবছর অনেকটা উৎসাহ কম বলে মনে হচ্ছে তবুও বলবো মা আসুক সকলকে সুস্থ রাখুক প্রতিটি মায়ের সন্তান যেন আগামী দিন গুলো সুন্দর ভাবে দেখেন |