নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: ইলেকট্রিকের শর্টসার্কিট থেকে খড়ের ছাউনির বাড়িতে ভয়াবহ আগুন লেগে ভষ্মীভূত হল একটি বাড়ি।ঘটনায় কোন হতাহতের খবর না থাকলেও ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবারটি।তবে ঘটনার মুহূর্তে ঐ বাড়ির মধ্যে দুটি শিশু ঘুমিয়ে ছিল।পরিবারের আত্মীয়রা জীবনের ঝুঁকি নিয়ে দাউদাউ করে জ্বলতে থাকা বাড়ির ভিতর থেকে শিশু দুটিকে উদ্ধার করতে পারলেও ঐ বাড়ির মধ্য থেকে খাদ্য বস্ত্র কাগজপত্র সহ আরো কোন কিছুই বের করতে না পারায় সব আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়।ঘটনাটি শুক্রবার সকাল ১১টা নাগাদ পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের মঙ্গলদা মৌতড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধানাড়া গ্রামের বাসুদেব বাউরি নামের এক বাসিন্দার বাড়িতে।
এদিকে ঘটনার পরে গ্রাম বাসীরাই প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করায় আগুন ছড়িয়ে পড়তে পারে নি।পরে রঘুনাথপুর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে। ঘটনাস্থলে পৌছায় রঘুনাথপুর থানার পুলিশ ও চেলিয়ামা ইলেকট্রিক অফিসের কর্মীরা।ঘটনাস্থলে পৌছান এলাকার তথা রঘুনাথপুর ২ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা পুরুলিয়া জেলা পরিষদের সদস্য অভিজিৎ মুখার্জী।তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।প্রতিক্রিয়া দিয়ে কি জানালেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা তা তুলে ধরলাম।

শেয়ার করুন

You cannot copy content of this page