নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৭ জানুয়ারি ২০২৪ মঙ্গলবারঃ ভাটবাঁধ এলাকার পুকুর থেকে নাবালিকা পুলিশ-কন্যার অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার পুরুলিয়া শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করার পাশাপাশি অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হল ভারত জাকাত সান্থাড় পীঠুয়াঔ গাঁওতা, পুরুলিয়া জেলা কমিটি। এদিন দুপুরে ভাটবাঁধ মোড় থেকে ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত মিছিলের শেষে জেলা পুলিশ সুপারের দপ্তরে দাবিসনদ পেশ করেন সংগঠনের প্রতিনিধিরা। সংগঠনের তরফে এদিন রাজ্য কমিটির সদস্য শোভারাম কিস্কু জানান, নাবালিকা হত্যার যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, সে বিষয়ে সাংগঠনিক ভাবে আমাদের মুখ্য দাবি দোষীদের অবিলম্নে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তিনি আরো বলেন, প্রয়োজনে ফাঁসির সাজা দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটাতে সাহস না করে কেউ। শোভারাম কিস্কুর বক্তব্য, পাঁচদিন নিখোঁজ থাকার পরেও ওই নাবালিকাকে খুঁজে পায় নি পুলিশ প্রশাসন। প্রশাসনের এটা চূড়ান্ত ব্যর্থতা বলে এদিন দাবি করেন সংগঠনের রাজ্য কমিটির ওই সদস্য। প্রসঙ্গত, নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মৃতের পরিজনরা খুনের অভিযোগ দায়ের করেছেন।
