নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: পুরুলিয়া শহর জুড়ে ব্যানার ও পোস্টার টাঙালো পুরসভা। জনসাধারণের উদ্দেশ্যে যত্রতত্র আবর্জনা না ফেলার বার্তা দেওয়া হয়েছে। পুরসভার পক্ষ থেকে প্রতিদিন বাড়িতে বাড়িতে আবর্জনা সংগ্রহ করার জন্য নির্মল বন্ধুরা যান। আবর্জনা নির্মল বন্ধুদের নির্দিষ্ট যানে ফেলার অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে পুরসভার নির্দেশ অমান্য করে যত্রতত্র ময়লা ফেললে প্রয়োজনে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুরুলিয়া পৌরসভা কর্তৃপক্ষ।
