নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: মালডিতে ক্ষতিগ্রস্থ শবর পরিবারের পাশে দাঁড়ালেন সভাধিপতি। সম্প্রতি প্রাকৃতিক বিপর্যয়ে পুরুলিয়া ১ নং ব্লকের অন্তর্গত ভান্ডারপুয়াড়া- চিপিদা অঞ্চলের মালডি খেড়িয়া পাড়ার শবর পরিবারের কয়েকটি বাড়ি বৃষ্টির কারনে ক্ষতিগ্ৰস্ত হয়। রবিবার সেইসব ক্ষতিগ্ৰস্ত শবর পরিবারগুলির সাথে দেখা করার পাশাপাশি তাঁদের হাতে ত্রিপল তুলে দিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত। এছাড়াও তাঁদের যেকোনো রকম সুবিধা অসুবিধায় পাশে থাকার আশ্বাস দিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি.

