নিজস্ব সংবাদদাতা, নিতুড়িয়াঃ দীর্ঘ প্রায় ২১ বছর ধরে রেলের জমিতেই দোকান পাট করে রুজিরুটি ও জীবিকা চলত। সম্প্রতি রেলের নোটিশ হাতে পেয়ে মাথায় বাজ পড়েছে দোকানদারদের। ঘটনা নিতুড়িয়া ব্লকের। নিতুড়িয়া ব্লকের দীঘা অঞ্চলের অন্তর্গত চৌরাশি পারবেলিয়ার। মূলত ঝনকা মোড়ের নিকটের এই ৩০/৪০ টির মত দোকানকে কারণ দর্শনোর নোটিশ ধরালো দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশন। ডিভিশনের এস্টেট অফিসার নোটিশ জারি করে বলেন, গত ২০০৩ সাল থেকে রেলের জমি দখল করে দোকানদারেরা নিজেদের পেশা চালাচ্ছেন। কিন্তু ১৯৭১ সালের রেলওয়ে আইনের অন্তর্গত সেকশন ৪-এর সাব সেকশন ১ অনুযায়ী এই অবৈধ দখলদারির জন্য রেল উপযুক্ত কারণ দর্শানোর জন্য শুনানিতে ডেকেছে। আগামী চলতি মাসের ৮ তারিখের মধ্যে প্রমাণ সহ উপযুক্ত কারণ দেখাতে না পারলে রেল আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানা গিয়েছে। এদিকে নোটিশ হাতে পেয়ে সিঁদুরে মেঘ দেখছেন দোকানদারেরা।

শেয়ার করুন

You cannot copy content of this page