নিজস্ব সংবাদদাতা, নিতুড়িয়াঃ দীর্ঘ প্রায় ২১ বছর ধরে রেলের জমিতেই দোকান পাট করে রুজিরুটি ও জীবিকা চলত। সম্প্রতি রেলের নোটিশ হাতে পেয়ে মাথায় বাজ পড়েছে দোকানদারদের। ঘটনা নিতুড়িয়া ব্লকের। নিতুড়িয়া ব্লকের দীঘা অঞ্চলের অন্তর্গত চৌরাশি পারবেলিয়ার। মূলত ঝনকা মোড়ের নিকটের এই ৩০/৪০ টির মত দোকানকে কারণ দর্শনোর নোটিশ ধরালো দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশন। ডিভিশনের এস্টেট অফিসার নোটিশ জারি করে বলেন, গত ২০০৩ সাল থেকে রেলের জমি দখল করে দোকানদারেরা নিজেদের পেশা চালাচ্ছেন। কিন্তু ১৯৭১ সালের রেলওয়ে আইনের অন্তর্গত সেকশন ৪-এর সাব সেকশন ১ অনুযায়ী এই অবৈধ দখলদারির জন্য রেল উপযুক্ত কারণ দর্শানোর জন্য শুনানিতে ডেকেছে। আগামী চলতি মাসের ৮ তারিখের মধ্যে প্রমাণ সহ উপযুক্ত কারণ দেখাতে না পারলে রেল আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানা গিয়েছে। এদিকে নোটিশ হাতে পেয়ে সিঁদুরে মেঘ দেখছেন দোকানদারেরা।
