নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া :
বৃহস্পতিবার ভোরে রেল লাইন থেকে পুরুলিয়া শহরের বিজেপি নেতা সত্যজিত অধিকারীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। জেলা বিজেপি সূত্রে খবর, বিজেপির কার্যকারিনী সভা শেষ করে পুরুলিয়া ফেরার পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। খড়গপুর – রাধামোহনপুর রেল লাইনের কাছ থেকে উদ্ধার হয় পুরুলিয়া দক্ষিণ মন্ডল সভাপতি সত্যজিৎ অধিকারীর দেহ।।খড়্গপুর হাসপাতালে প্রথমে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে বিজেপির জেলা কার্যকর্তারা খড়্গপুর রওনা দেন। দেহ মায়নাতদন্ত করার পর তুলে দেওয়া হবে পরিবারের হতে ।
