নিজস্ব সাংবাদদাতা, পুরুলিয়া: বেপরোয়া লরির ধাক্কায় ভাঙলো নাকা চেক পোস্টের একাংশ,শুক্রবার গভীর রাত্রে ১৮ নম্বর জাতীয় সড়কের বাংলা ঝাড়খন্ড সীমান্তবর্তী বলরামপুর দাতিয়া এলাকায় অবস্থিত পুলিশের নাকা চেকপোস্টে বেপরোয়াগতিতে এসে ধাক্কা লরির। ঘটনায় নাকা চেকপোস্টের একাংশ ভেঙে গুঁড়িয়ে যায়। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেলো পুলিশকর্মীরা। ঘাতক গাড়িটি আটক করেছে বলরামপুর থানার পুলিশ।
শেয়ার করুন