নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডিঃ তুনতুড়ি-সুইসার পর ভুরসু-কড়েং কৃষি সমবায়ের পরিচালন সমিতির নির্বাচনে। অভাবনীয় সাফল্য পেল তৃণমূল। রবিবার ৫-১ ভোটে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। সমবায় সূত্রে জানা গিয়েছে, পরিচালন সমিতিতে মোট ৬ জন সদস্যের মধ্যে ৫ জন তৃণমূলের এবং একজন বিজেপি সদস্য জয়ী হন। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে নির্বাচনের প্রক্রিয়া বন্ধ থাকায় কার্যত অচলাবস্থার মধ্যে চলছিল প্রায় সাড়ে ৭ শো কৃষিজীবি সদস্যদের এই সমবায়টি। এদিন নির্বাচন প্রক্রিয়ার দ্বিতীয়ার্ধে উপস্থিত ছিলেন বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাত। তিনি বলেন, বাম-কংগ্রেস-বিজেপি একত্রে তৃণমূলের বিরোধিতায় নেমেছিল। উন্নয়নের নিরিখে তৃণমূলের পক্ষেই রায় পাওয়া গিয়েছে। দীর্ঘদিন ধরে নির্বাচন প্রক্রিয়া বন্ধ থাকায় সমবায়টির উন্নয়ন মূলক কাজকর্ম বিশেষভাবে ব্যহত হচ্ছিল। দলীয়ভাবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নের নীতিতে বিশ্বাসী। তাই অচলাবস্থা সরিয়ে সমবায়ের কাজকর্ম অবিলম্বে সুচারু করতে আমরা বদ্ধ পরিকর ছিলাম।

শেয়ার করুন

You cannot copy content of this page