নিজস্ব সংবাদদাতা, ঝালদা, ৭ জানুয়ারি ২০২৫, মঙ্গলবারঃ সরকারি সোলার লাইট নষ্ট করা এবং প্রতিবাদীকে প্রাণে মারার হুমকির অভিযোগ উঠল ঝালদা থানার অন্তর্গত মসিনা গ্রামের বাসিন্দা জগদীশ কুমারের বিরুদ্ধে। রবিবার ঘটনার লিখিত অভিযোগ ঝালদা থানায় দায়ের করেন মসিনা গ্রামেরই পরেশ কুমার। জানা গিয়েছে, স্থানীয়দের দীর্ঘদিনের দাবি মত পুরুলিয়া-রাঁচি রাস্তায় মসিনা মোড়ের কাছে সরকারি তহবিল থেকে সোলার স্ট্রীট লাইট লাগানোর কাজ করা হয় শনিবার। এর আগে একটি সিমেন্ট কংক্রিটের বেদীও নির্মাণ করা হয়। অভিযোগ, রবিবার আচমকাই জগদীশ মাহাত সোলার লাইটের বেদীটি ভেঙে দেয়। এমনকি প্রতিবাদ করতে গেলে অভিযোগকারী পরেশ কুমারের অবর্তমানে তাঁর বাড়িতে চড়াও হয়ে অশালীন গালিগালাজ করে প্রাণে হুমকিও দিতে থাকে। আরো অভিযোগ, জগদীশ কুমারের সঙ্গে তার স্ত্রী ও শ্যালকও ছিল।
