নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া :

বাগমুন্ডি থানা তে কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার কে খুনের অভিযোগে তার স্ত্রীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম প্রিয়া কুমার। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাগমুন্ডি থানার পুলিস। বৃহস্পতিবারই মৃতের দাদা সীতারাম কুমার বাগমুন্ডি থানাতে লিখিত অভিযোগ জমা করেন। লিখিত অভিযোগে সীতারাম বাবু বাঘমুন্ডি থানায় জানান, ঘটনার খবর পেয়ে যখন তরণী কুমারের রুমে যান সে সময় মেঝেতে তার মৃতদেহ রাখা ছিল। অথচ তার স্ত্রী দাবি করছিল যে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছে তরনি। সীতারাম বাবুর আরো অভিযোগ, তার ভাইয়ের স্ত্রী নিজের স্বামীকে শ্বাসরোধ করে খুন করেছে|

শেয়ার করুন

You cannot copy content of this page