সার্ভার সমস্যা ট্রেজারিতে, ১২ মাসে ১৩ বার বেতন শিক্ষকদের
পুরুলিয়া জেলার শিক্ষক-শিক্ষিকাদের সমস্যা নিয়ে জেলা ট্রেজারি অফিসারের নিকট ডেপুটেশন দিল সিপিআইএম-এর শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (এ বি টি এ) – র পুরুলিয়া জেলা শাখা। জানা গিয়েছে, জেলা ট্রেজারি দপ্তরের সার্ভার পরিষেবায় সমস্যার কারণে জেলার এস এস এম থেকে বেতন প্রাপ্ত ৭৯৮ জন শিক্ষক-শিক্ষিকা ২০২৩-২৪ অর্থবর্ষে ১২ মাসে ১৩ বার বেতন পেয়েছেন। জেলার কোষাগার দপ্তরের এই সমস্যার জেরে ওই অর্থবর্ষে ওই সমস্ত শিক্ষক-শিক্ষিকারা অযথা অতিরিক্ত আয়কর দিতে বাধ্য হবেন বলে দাবি এ বি টি এ-র। সংগঠনের জেলা সম্পাদক ব্যোমকেশ দাস বলেন, ওই ৭৯৮ জন শিক্ষক-শিক্ষিকার ২০২৪ সালের মার্চ মাসের বেতন চলতি বছরের এপ্রিলে হওয়ার কথা। কিন্তু মার্চ মাসের ২০ তারিখ রাত্রিতেই বেতন দিয়ে দেওয়া হয়েছে তাঁদের। ফলে ওই শিক্ষক-শিক্ষিকাদের ২০২৩-২৪ অর্থবর্ষের আয় অনেক বেশি দাঁড়িয়ে গিয়েছে। যার জেরে তাঁরা ২০২৩-২৪ অর্থবর্ষে অযথা অতিরিক্ত আয়কর দেওয়ার স্ল্যাবে পড়ে গিয়েছেন। এ বি টি এ জেলা সম্পাদক ব্যোমকেশ দাসের দাবি, পরিস্থিতি এমন যে, এর জেরে কাউকে কাউকে ৩৫ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত আয়কর দিতে হবে।
জানা গিয়েছে, এ বি টি এ-র জেলা কমিটির তরফে বিষয়টিতে সদর্থক পদক্ষেপ গ্রহনের আবেদন সহ আগেই পুরুলিয়া জেলা মাধ্যমিক শিক্ষা পরিদর্শককে লিখিতভাবে ডেপুটেশন দেওয়া হয়েছিল। কিন্তু কোন সুরাহা না হওয়ায় বুধবার জেলা কোষাগার আধিকারিক (ট্রেজারি অফিসার) – কে সংগঠনের তরফে ডেপুটেশন দেওয়া হয়। এ বি টি এ-র জেলা সম্পাদক ব্যোমকেশ দাস বলেন, বিষয়টিতে দপ্তরের সার্ভার জনিত সমস্যার কথা স্বীকার করে দ্রুত পদক্ষেপ গ্রহনের আশ্বাস দিয়েছেন ট্রেজারি অফিসার।
শেয়ার করুন