নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া (টামনা): “আপনার ভিসা কার্ডের মেয়াদ ফুরিয়ে যাচ্ছে শীঘ্রই…”, নিজেকে ব্যাঙ্ক কর্মী পরিচয় দিয়ে প্রতারক মেয়াদ উত্তীর্ণ হতে চলা ভিসা কার্ড পুনরায় চালু রাখার অজুহাতে এক গ্রাহকের চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ ৫৬৪ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। আদপে বরাবাজার থানার পাঞ্জনবেড়ার বাসিন্দা ষাটোর্ধ বৃন্দাবন মাহাত বর্তমানে টামনা থানার দুলমি নজরুল বালিকা বিদ্যালয়ের কাছে বসবাস করেন। সোমবার পুরুলিয়া সাইবার অপরাধ থানায় লিখিত অভিযোগ দায়ের করে তিনি প্রতারকদের ২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি জানিয়ে পুলিশের হস্তক্ষেপের আবেদন করেছেন।

জানা গিয়েছে, গত ২৪ অক্টোবর বৃন্দাবন বাবুর মোবাইলে একটি অচেনা নম্বর থেকে হোয়াটস অ্যাপ কল আসে। অন্যদিক থেকে কলার নিজেকে বন্ধন ব্যাঙ্কের কর্মী পরিচয় দিয়ে বলে, বৃন্দাবন বাবুর স্ত্রীর ভিসা কার্ডের মেয়াদ শীঘ্রই শেষ হতে চলেছে। সেটিকে চালু রাখতে হলে তাঁর স্ত্রীর প্যান নম্বরটি প্রয়োজন। একথা শুনে বৃন্দাবন মাহাত স্ত্রীর প্যান নম্বর দিয়ে দেন। এরপর কলার আরো বলে, ২৪-এর ডিসেম্বরে তাঁর (বৃন্দাবন বাবুর) নিজের কার্ডটিরও মেয়াদ উত্তীর্ণ হতে চলেছে। ফলে সেটিকেও চালু রাখতে বৃন্দাবন বাবুর প্যান নম্বরও প্রয়োজন। বৃন্দাবন মাহাত তাঁর প্যান নম্বরও দিয়ে দেন। সমস্যা মেটানোর আশ্বাস দিয়ে কলার তাঁর মোবাইলের হোয়াটস অ্যাপ-এ একটি লিঙ্ক পাঠায়। লিঙ্কটিতে ক্লিকও করেন বৃন্দাবন মাহাত। এর কিছু পরেই তিনি জানতে পারেন, তাঁর নিজের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তাঁর স্ত্রীর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ মোট ৪ টি অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ ৫৬৪ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে সোমবার বৃন্দাবন মাহাত পুরুলিয়া সাইবার অপরাধ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

শেয়ার করুন

You cannot copy content of this page