নিজস্ব সংবাদদাতা, আদ্রা, ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবারঃ দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশন ২০২৪-২৫ অর্থবর্ষে মাল পরিবহন ও রাজস্ব আদায়ে রেকর্ড করল এবার। মঙ্গলবার ডিভিশনের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়। ডিভিশন সূত্রে খবর, ২০২৪-২৫ অর্থ বর্ষে আদ্রা ডিভিশন ২৯.০৭ মিলিয়ন টন সামগ্রী পরিবহনের রেকর্ড মাত্রা স্পর্শ করেছে। যা পূর্ব নির্ধারিত লক্ষ্যমাত্রা ২৮.৭০ মিলিয়ন টনকে ছাড়িয়ে গিয়েছে। এমনকি গত অর্থ বর্ষ (২০২৩-২৪)- এর মাল পরিবহনের (২৭.৯৬ মিলিয়ন টন) চেয়েও যা ৪ শতাংশ অধিক।
আদ্রা ডিভিশন সূত্রে আরো জানা গিয়েছে, ২০২৪-২৫ অর্থ বর্ষে সর্বমোট ৩৫৩০ কোটি টাকার রাজস্ব আদায় করেছে ডিভিশন। যা গত অর্থ বর্ষের মোট আদায়কৃত রাজস্বের (৩২৭৭ কোটি) চেয়ে ৬.৮৭ শতাংশ অধিক। সূত্রের খবর, এই রাজস্বের মধ্যে ৩২৯১.০৮ কোটি টাকা মাল পরিবহনের মাধ্যমে আদায় করা গিয়েছে। যা বিগত অর্থ বর্ষের (৩০৮৪.৯৮ কোটি) তুলনায় ৬.৭০ শতাংশ বেশি। এছাড়াও যাত্রী পরিবহণে রাজস্ব আদায় হয়েছে ১৯৬.৪৬ কোটি টাকা। যা বিগত বর্ষের রাজস্বের (১৮৬.৯১ কোটি) তুলনায় ৫.১১ শতাংশ অধিক।
ডিভিশনের দাবি, ২০২৪-২৫ অর্থ বর্ষে টার্মিনাল ডিটেইনশন প্রায় ৭ শতাংশ কমানো গিয়েছে। ফলে পরিবহনেও গতি এসেছে।
শেয়ার করুন