নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, ১৬ ডিসেম্বর ২০২১ঃ
আজ বাঘমুন্ডির বুড়দা-কালিমাটি অঞ্চলের খয়রা বেড়া ড্যামের সংলগ্ন স্থানে কৃষি দফতরের তত্ত্বাবধানে আয়োজিত হল কৃষিজীবিদের নিয়ে কৃষি বিষয়ক প্রশিক্ষণ শিবির। শিবিরে চাষীদের কৃষি বিষয়ক বিভিন্ন বৈজ্ঞানিক ও গবেষণা লব্ধ পদ্ধতি সম্পর্কে অবগত করার পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়। সংলগ্ন প্রায় ১০ টি গ্রামের চাষীরা এদিন প্রশিক্ষণ শিবিরে উপস্থিত হয়েছিলেন। উপস্থিত ছিলেন বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি ক্ষুদিরাম কৈবর্ত্য, বাঘমুন্ডি ব্লক কৃষি দফতরের এ ডি এ অঙ্কিত কুমার ঘোরাই প্রমুখ।
শেয়ার করুন