নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, শুক্রবার, ১৯ আগষ্ট ২০২২ঃ
আজ, শুক্রবার সকালে বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বাঘমুন্ডিতে। জানা গিয়েছে, মৃত যুবকের নাম পল্টু পাত্র(৩৮)। পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের গাড়ির চালক হিসেবে কাজ করতেন ওই যুবক। বাঘমুন্ডির টাউনসিপে থাকতেন তিনি। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত্রে ডিউটি করে বাড়ি ফেরেন তিনি। রাতে খাওয়া দাওয়া করার পর অন্যান্য দিনের মতোই ঘুমিয়ে পড়েন ।সকালে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে ওই যুবককে রুমের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান । পরে পল্টুবাবুকে পাথরডি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিনই মৃতদেহের ময়নাতদন্ত হয় পুরুলিয়া মেডিক্যাল কলেজে। পুলিশের প্রাথমিকভাবে অনুমান, আত্মহত্যা করেছেন ওই যুবক। তবে কি কারণে ওই আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বাঘমুন্ডি থানার পুলিস।
শেয়ার করুন