সাইকেল বানাতে ব্যস্ত ব্রজেশ্বর
নিজস্ব সংবাদদাতা ,বাঘমুন্ডি
৪ আগস্ট , ২০২০

 পরিবেশ দূষণে বিপর্যস্ত সারা পৃথিবী। পেট্রোল ডিজেলের দাম প্রত্যহ বেড়েই চলেছে। ঠিক এমন সময় ব্যাটারিচালিত সাইকেল তৈরী করে তাক লাগিয়ে দিল বাঘমুন্ডীর এক তরুণ। জানা‌ যায় তার নাম ব্রজেশ্বর সিংহ, বয়স ২০ বছর। বর্তমানে সে নেতাজি সুভাষ আশ্রম মহাবিদ্যালয়ের ইংরেজি বিষয়ে দ্বিতীয় বর্ষের ছাত্র।ইতিমধ্যেই দুটি সাইকেল তৈরী করা সম্পূর্ণ হয়েছে। যেগুলোর বরাত এসেছে ঝাড়খণ্ডের রামগড় ও পুরুলিয়ার ঝালদা থেকে।

ব্রজেশ্বর জানান, অত্যন্ত কম খরচে বানানো সম্ভব এই ই- সাইকেল টি। এই সাইকেল বানানোর কথা কিভাবে মাথায় আসে জানতে চাইলে ব্রজেশ্বর জানান, দৈনন্দিন পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি তাকে রোজ ভাবায় এবং গতবছর আত্মীয়ের সাথে তিনি দিল্লী বেড়াতে গিয়েছিলেন। সেখানে দেখেন ইন্ডিয়া গেটের সামনে কিছু মানুষ সাইকেলে একপাক ঘোরানোর জন্য ১০০ টাকা করে নিচ্ছে।‌ তখন থেকেই এরকম সাইকেল বানানোর চিন্তা প্রবল হয়। এতে পরিশ্রম হবে কম, দূষণ হবে কম, ফলে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, খরচ‌ও পড়বে কম। তাই লকডাউনে প্রচুর অবসর সময় পেয়েই সাইকেলটি বানিয়ে ফেলেছেন। এই ইলেকট্রনিক সাইকেলটি ল্যাপটপের, ইনভার্টারের ব্যবহৃত ব্যাটারিকে কাজে লাগিয়ে তৈরী করা হয়েছে। এই ব্যাটারিচালিত সাইকেল টি ইলেকট্রিক ছাড়া প্যাডেল করেও চালানো যাবে, এছাড়াও এতে সেল্ফ চার্জিং মোড রয়েছে। সাইকেলের ব্যাটারি সরাসরি বিদ্যুৎ থেকে চার্জ করা যাবে। একবার ফুল চার্জ করলে এতে ৬০কিমি পর্যন্ত পথ যাওয়া সম্ভব। এই সাইকেলটির সর্বোচ্চ গতিবেগ ৩৩ কিমি প্রতি ঘণ্টা। সাইকেলটির সর্ব নিম্ন ১৫০০০ টাকা ও সর্বোচ্চ ২৫০০০ টাকা দাম রেখেছেন ব্রজেশ্বর। এই ই-সাইকেলের পাশাপাশি একটি হাই পাওয়ার টর্চ বানিয়েছেন ব্রজেশ্বর। ব্যবহৃত ব্যাটারি দিয়ে বানানো টর্চটির আলো খুবই উজ্জ্বল যা একবার চার্জ করলে সহজেই ৩-৪ দিন চালানো যাবে। এছাড়াও‌ তিনি নিজের বানানো রকমারি আলো দিয়ে অনুষ্ঠানে আলোকসজ্জার কাজ করতে পারেন বলে জানিয়েছেন। তাঁর বন্ধু অরিজিত মুখার্জি জানাযন, “ব্রজেশ্বরকে স্কুলের দিনগুলি থেকেই দেখে আসছি, খুব বুদ্ধিদীপ্ত ও সৃজনশীল। অবসর সময় পেলেই কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকে। এখন সে নিজের বানানো সাইকেল নিয়েই দিব্যি ঘুরে বেড়ায়, অত্যন্ত খুশির খবর”।

শেয়ার করুন

You cannot copy content of this page