নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৮ ডিসেম্বর ২০২১ঃ
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৮ ডিসেম্বর ২০২১ঃ হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। আজ নীলগিরি হিলস-এ ভারতীয় সেনার একটি বিশেষ অনুষ্ঠানে হেলিকপ্টারে যাচ্ছিলেন সস্ত্রীক ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক। হেলিকপ্টারে তাঁর সঙ্গে সফর করেছিলেন ভারতীয় সেনাবাহিনীর আরো ১১ জন উচ্চ পদস্থ আধিকারিকও। হেলিকপ্টারটি দুর্ঘটনাগ্রস্ত হলে সস্ত্রীক বিপিন রাওয়াত সহ ১১ জন আধিকারিক মারা যান বলে জানা গিয়েছে। ভারতীয় বায়ুসেনা তাদের অফিসিয়াল ট্যুইটারে ঘটনার সত্যতা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে।
