নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: ১৮ মে, ২০২১
হাসপাতালে ভর্তি রোগীর আত্মীয় এবং লকডাউনে সাধারণ মানুষের মুখে দুপুরের খাবার তুলে দিতে ‘দিদির রান্নাঘর’ নামে কর্মসূচি শুরু করল পুরুলিয়া শহর তৃণমূল যুব কংগ্রেস। এদিন রোগীর আত্মীয়দের খাবার তুলে দেওয়ার কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, বাঘমুণ্ডির বিধায়ক তথা পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুশান্ত মাহাত, শহর তৃণমূলের সভাপতি গৌরব সিং প্রমুখ। সুজয়বাবু বলেন, শহরের দুটি জায়গাতে এই দিদির রান্নাঘর শুরু করা হল। লকডাউনে হোটেল বন্ধ থাকায় রোগীর আত্মীয় এবং অসহায় মানুষকে যাতে সমস্যায় পড়তে না হয় তার জন্য বিনামূল্যে দুপুরের খাবার খাওয়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। লকডাউন যতদিন চলবে দিদির রান্নাঘরও চলবে। হাসপাতালের সামনে এবং পুরানো পুলিস লাইন এলাকায় দুটি স্টল করা হয়েছে।

