হয়ত কোন প্রয়োজনই ছিল না, তবু এই রুখা মাটির বুকে উন্মেষ ঘটল আরো একটা সংবাদপত্রের। পথ চলতে জেলার পাঠকদের কাছে কতটা গ্রহনযোগ্যতা অর্জিত হবে, তা হয়ত সময়ই বলবে। আপাতত কোরোনা আতঙ্কগ্রস্ত এই সময়ের ওপর ভর দিয়েই উঠে দাঁড়ানোর চেষ্টা শুরু হোক আমাদের, আর জেলার আপামর নাগরিকবৃন্দ, আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর এই তো প্রকৃত সময়, তাই না?
তাগিদ ছিলই। তাগিদ ছিল জেলার মানুষের চারপাশের ঘটনাবহুল পরিবেশ পরিস্থিতিকে একটা প্রকৃত যৌক্তিকতার আলোতে দেখার। একেবারে আপনাদের পাশে দাঁড়িয়ে সেইসব ঘটনা প্রবাহকে উপস্থাপিত করার। আর সেই তাগিদ থেকেই জন্ম নিয়েছে এই নব পত্রিকা।
দীর্ঘ চার মাস অতিক্রান্ত যখন বর্তমান মহামারী আতঙ্ক এবং সেই কারনে সরকারি বিধি নিষেধে বিপর্যস্ত মানুষের দৈনন্দিন জীবনচর্চা। বাদ যায়নি এই জেলাও। যত দিন গেছে এই মহামারী আতঙ্কের, গোটা পৃথিবীর বহু কোটি কোটি মানুষের সঙ্গে তাল মিলিয়ে এই জেলার প্রত্যেক প্রান্তের সর্বস্তরের মানুষ প্রতি নিয়ত নিজেদের ধৈর্য্য, বিধি-নিয়মের প্রতি নিষ্ঠা এবং সর্বোপরি জীবনযুদ্ধে জয়ী হওয়ার অক্ষয় প্রমাণ রেখেছেন। প্রতিদিন জেলার সমস্ত প্রান্তে এই মহামারীকে যুদ্ধে পর্যুদস্ত করার মানুষের উল্লাস যেন শুনতে পাওয়া যাচ্ছে। আর এই যুদ্ধ জয়ের উল্লাসই হয়ত অতি শীঘ্রই আমাদের পুনরায় স্বাভাবিক জীবনচর্চায় ফিরিয়ে দেবে, এই আশাই রাখি আমরাও। এই জেলার মানুষের অত্যন্ত সহজ সরল জীবন চর্চার মধ্যেই যে জীবনযুদ্ধের কঠিন অস্থিরাশিও বিদ্যমান, তা আরো একবার প্রমাণিত হল। যদি দাঁড়াতে পারি আপনাদের পাশে, যদি হয়ে উঠতে পারি আপনাদেরই কন্ঠস্বর, আমাদের তাগিদ সেইদিন পূর্ণতা পাবে।