নিজস্ব সংবাদদাতা,ঝালদা, ১৮ জানুয়ারি ২০২২:

স্বচ্ছ পুরবোর্ড গঠন। সেই লক্ষ্যেই অভিযুক্তদের বাদ দিয়ে ঝালদাতে নতুন মুখের সন্ধানে নেমেছে তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে স্থায়ী পুরবোর্ডের স্লোগানকে সামনে রেখেই ভোটের ময়দানে নামতে চাইছে তৃণমূল কংগ্রেস। ঝালদা শহর তৃণমূল কংগ্রেস এবং জেলা তৃণমূল কংগ্রেস সূত্রে জানাগিয়েছে, ঝালদা শহরে তৃণমূলের টিকিটে এখনও পর্যন্ত কেউ জয়ী হতে পারেননি। সেই খরা কাটিয়ে উঠতে আগে ভাগে মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস।
দলীয় প্রতীকে কাউন্সিলার জেতানোর পাশাপাশি প্রথমবার ভোটে জিতে পুরবোর্ড গঠনের টার্গেট নিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই টার্গেট সামনে রেখেই এবার নতুনদের ওপরেই বাজি ধরতে চাইছে তৃণমূল শিবির। দলীয় সূত্রে জানাগিয়েছে,গত পুরবোর্ডে কাউন্সিলার থাকা অধিকাংশ জনকেই এবার প্রার্থী তালিকার বাইরে রাখতে বদ্ধ পরিকর ঘাসফুল শিবির। একান্ত প্রয়োজনে ওই কাউন্সিলারের পরিবারের কাউকে প্রার্থী করা হলেও গত পুরবোর্ডের সদস্যদের এবার তৃণমূলের টিকিট পাওয়ার সম্ভাবনা খুবই কম। তৃণমূল সূত্রে আরও জানাগিয়েছে, প্রাক্তনদের টিকিটের ক্ষেত্রে বাদ দেওয়া হলেও তাঁদের মতামত নিয়েই নতুন প্রার্থী তালিকা তৈরীর কাজ করা হচ্ছে। প্রাক্তন কাউন্সিলারদের সংগঠনের কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে বলে জানাগিয়েছে। ঘাসফুল শিবির সূত্রে আরও জানাগিয়েছে, প্রতিটি ওয়ার্ডে ঘরোয়া বৈঠক এবং কর্মীদের কাছ থেকেই সম্ভাব্য প্রার্থীদের নাম নেওয়া হচ্ছে। তারপর সেই নামের বিষয়ে দলীয় স্তরে সমীক্ষার পরই তালিকা চুড়ান্ত হবে। এক্ষেত্রে কোনও কোনও একক ব্যক্তি বা পরিবারের পরিবর্তে কর্মীদের মতামতকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।

এবিষয়ে ঝালদা শহর তৃণমূলের সভাপতি দেবাশিষ সেন বলেন,সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে আলোচনা অনেকটা এগিয়েছে। তবে দলই চুড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিজেপির পুরুলিয়া জেলার সাধারণ সম্পাদক শঙ্কর মাহাত বলেন, তৃণমূল শেষ মুহুর্তে যাকেই প্রার্থী করুক না কেন ওদের পরাজয় নিশ্চিত। ঝালদা শহরের মানুষ তৃণমূলের সঙ্গে নেই তা বারবার প্রমাণিত হয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page