নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ১০ আগষ্ট ২০২১ঃ
মানবাজার ব্লকের গোবিন্দপুর প্রাথমিক বিদ‍্যালয়ের উদ‍্যোগে এবং আমার মাতৃভূমি ফার্ম হাউসের সহযোগিতায় বিদ‍্যালয়ের পড়ুয়াদের মধ‍্যাহ্নকালীন আহার রান্নায় প্রোটিন যুক্ত খাবার সরবরাহের জন‍্য পাখি-খামার চালু করা হল আজ, মঙ্গলবার। মূলত যার পরিচালনা করবে গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়। আগামী দিনে বিদ‍্যালয়ের ছাত্র – ছাত্রী ও গ্রামবাসীদের সহযোগিতায় এই খামারে উৎপাদিত টার্কি ও কড়কনাথের মাংস যুক্ত হবে মিড ডে মিলের খাদ‍্য তালিকায়, জানাচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাভ মিশ্র।

এদিন এই ফার্ম হাউসের উদ্বোধন করেন জেলা বিদ‍্যালয় পরিদর্শক (প্রাথমিক) ডা. প্রশান্ত মুখার্জী। বিদ‍্যালয়ের এই কর্মকান্ডকে স্বাগত জানিয়ে তিনি বলেন, মিড-ডে-মিলের ক্ষেত্রে পুষ্টির ঘাটতি দূর করতে বিদ‍্যালয় পরিচালিত এই ফার্ম হাউস বিশেষভাবে সহায়ক হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি মানবাজার মহকুমার মহকুমা শাসক শুভজিৎ বসু বলেন, গোটা রাজ‍্যের মধ‍্যে এই ধরণের উদ‍্যোগ সম্ভবত প্রথম। বিদ‍্যালয়ের এই অভিনব উদ‍্যোগ মিড-ডে-মিলে প্রোটিন যুক্ত খাবার সরবরাহে অনন‍্য নজীর সৃষ্টি করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানবাজার মহকুমার উপ শাসক ও উপ সমার্হতা বিব্রত বিশ্বাস, মনোজিৎ বসু, বি. ডি. ও. মোনাজ কুমার পাহাড়ী, জয়েন্ট বি. ডি. ও. রাজীব মুর্মু প্রমূখ।


আজকের এই অনুষ্ঠানে অন্যান্য বছরের মতো এ বছরও সব পড়ুয়ার জন‍্য দুটি করে ফলের চারা অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়। বিদ‍্যালয়ে গাছ লাগানোর অবশিষ্ট জায়গা না থাকায় মানবাজার-১ নং ব্লক প্রশাসন প্রদত্ত এই চারাগুলি গত তিন বছরের মতো পড়ুয়ারা নিজ নিজ বাড়িতেই লাগাবে। পড়ুয়াদের মধ‍্যে গত বছর যারা বিগত সময়ে বাড়িতে লাগানো গাছগুলি ভালো ভাবে পরিচর্যা করেছে তদের মধ‍্যে ৫ জনকে শ্রেষ্ঠ বৃক্ষ পালকের পুরস্কারও এদিন প্রদান করা হয়।
অনু্ষ্ঠানে উপস্থিত আধিকারিকেরা এ দিন বিদ‍্যালয়ের পক্ষ থেকে মিড ডে মিলের খাদ‍্যসামগ্রীও বিতরণ করেন।

শেয়ার করুন

You cannot copy content of this page