নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ৬ মে, ২০২১
করোনা পরিস্থিতি যে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই, বাড়ছে লাগামহীন সংক্রমণ এই পরিস্থিতিতে মানবাজার-১ নম্বর ব্লক প্রশাসনের পক্ষ্য থেকে গতকালের সংশোধিত কোভিড বিধিনিষেধের পরিপেক্ষিতে মানবাজার-১ নং ব্লক প্রশাসন কর্তৃক জারী হওয়া নির্দেশনামা জারী করা হলো।
নির্দেশনামায় স্পষ্টই বলা হয়েছে যে বিয়ে বাড়ি সাদ্ধ বাড়ি সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে কোনোভাবেই ৫০ জনের বেশি কোনোভাবেই ভিড় করা যাবে না, নিতে হবে অনুমতি। এবং মেনে চলতে হবে সমস্ত রকম করোনা স্বাস্থ্যবিধি, এছাড়াও রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী কিছু বিশেষ দোকান বাদ দিয়ে সকাল ৭ টা থেকে ১০ টা এবং বিকেল ৫ টা থেকে ৭ টা পর্যন্ত বাজার খোলা থাকবে এবং সব ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে এই নির্দেশিকায়। মূলত কোভিড পরিস্থিতিতে জনগণকে সচেতনতার বার্তা দিতে এধরনের নির্দেশিকা জারি করা হলো বলে জানা যায় মানবাজার-১ নম্বর ব্লক প্রশাসন সূএে এছাড়া সাথে এও জানানো হয় যে কোভিড বিধি অমান্য করলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবে ব্লক প্রশাসন।
