নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৭ মার্চ মানবাজার০২২ঃ

মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বালিকার। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার মানবাজার ২ নং ব্লকের বড় মামরো গ্রামে । মৃত বালিকার নাম রাখি মাহাত (৫), পিতার নাম ঝন্টু মাহাত । স্থানীয় সূত্রে জানা যায়, সকাল বেলা আনুমানিক 11.30 নাগাদ ওই বালিকা তার মায়ের সাথে স্নান করে বাড়ি ফিরছিল । ওই সময় মানবাজার থেকে বান্দোয়ান গামী একটি চার চাকার ছোট গাড়ি বালকটিকে ধাক্কা মেরে পালিয়ে যায় । স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে । শেষ খবর পাওয়া পর্যন্ত ঘাতক গাড়িটির কোনো খোঁজ পাওয়া যায় নি ।

শেয়ার করুন

You cannot copy content of this page