নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ১০ মে, ২০২১
করোনার দ্বিতীয় ঢেউয়ে বেলাগাম সংক্রমণ দেশে। মৃত্যু ও সংক্রমণ যে হারে বাড়ছে তাতে ক্রমশ ভয়াবহ হচ্ছে দেশের পরিস্থিতি। এই পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। দেশজুড়ে অক্সিজেনের আকাল পড়েছে। অক্সিজেনের অভাবে বহু রোগীর মৃত্যুর খবরও সামনে এসেছে। এই পরিস্থিতিতে পুরুলিয়া জেলার মানবাজারে করোনা রোগীদের অক্সিজেন জোগাচ্ছে চন্দ্র মেমোরিয়াল ক্লাব।
করোনা ভাইরাসের সংক্রমণ যে হারে বাড়ছে তাতে সকলেই চিন্তিত কিন্তুু এই চিন্তার মাঝেও স্বস্তির নিশ্বাস দিচ্ছে মানবাজার চন্দ্র মেমোরিয়াল ক্লাব। এদিন ক্লাবের সেক্রেটারী কুমারেশ দও জানান তাদের সীমিত ক্ষমতার মধ্যেও তারা মানবাজারের আশেপাশে প্রায় ২৫- ৩০ কিলোমিটার এলাকা জুড়ে করোনা রোগীদের অক্সিজেন সাপ্লাই দিয়ে যাচ্ছেন। গতকালও তাদের কিছু অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসা হয়েছে তবে তিনি আরও জানান এই পরিস্থিতিতে যদি ক্লাবকে কোনো জায়গা থেকে আরও কিছু সিলিন্ডার দিয়ে সাহায্য করেন তাহলে চন্দ্র মেমোরিয়াল ক্লাবের পক্ষ্য থেকে মানবাজার মহকুমাবাসীকে ভালো পরিসেবা দিতে পারবেন। এবিষয়ে প্রশাসনিক কোনো বিষয়ে সাহায্য পেয়েছেন কিনা প্রশ্ন করলে তিনি জানান আমরা ব্যাপারটি জানিয়েছি সেরকম ভাবে এখনো কোনো সাহায্য পায়নি।

