নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৮ জানুয়ারি ২০২২ঃ

এখনও পর্যন্ত জেলাতে করোনা রোগীদের সুস্থতার হারই স্বস্তিতে রাখছে প্রশাসনকে। মাসের শুরু থেকেই পুরুলিয়া জেলায় রোগীদের দৈনিক সুস্থতার হার ৯৫ শতাংশের উপর। শুক্রবারও জেলাতে এই হার ছিল ৯৫.৪৯ শতাংশ। প্রশাসনের রিপোর্ট অনুযায়ী শুক্রবার পর্যন্ত জেলাতে যে মোট ৭৭৪ জনের অ্যাক্টিভ করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে, তার মধ্যে ১৮ বছরের নিচে রয়েছে ৫৯ জন, ১৮ থেকে ৪৪ বছর বয়স্কদের মধ্যে ৪৯৪ জন, ৪৫ থেকে ৫৯ বছরের মধ্যে রয়েছেন ১৫৯ জন এবং জেলাতে ৬০ ও ততোধিক বছরের কোভিড পজিটিভ রয়েছেন ৭৮ জন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলাজুড়ে কোভিডের দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা অনেক বাড়ানো হয়েছে। গতকাল, শুক্রবার জেলাতে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫৯৫। শুক্রবার মোট পরীক্ষিত নমুনার মাত্র ১৪.১৭ শতাংশই সংক্রমণের শিকার বলে প্রশাসনিক রিপোর্টে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page