নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, রবিবার, ১৪ আগষ্ট ২০২২ঃ
পরিবর্তন করা হল তৃণমূলের পুরুলিয়া জেলা মহিলা সভানেত্রী। জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী হলেন সুমিতা সিং মল্ল। এর আগে জেলার মহিলা সভানেত্রী ছিলেন নমিতা সিং মুড়া। এদিনই তৃণমূলের কেন্দ্রীয় কমিটি রাজ্যের মোট ৩৫ জন মহিলা সভানেত্রীদের তালিকা প্রকাশ করে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। বেশ কয়েকটি জেলাতে কাজের সুবিধার জন্য এলাকা ভাগ করে একাধিক সভানেত্রীদের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও দলীয় সূত্রে খবর।

