নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৩ ফেব্রুয়ারি ২০২২ঃ
পুরুলিয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূলের ব্যানার পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে।ডিগুডি পাড়ার ব্যানার ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। এর আগে ওই ওয়ার্ডেই তৃণমূলের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছিল।

