নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৯ মার্চ ২০২৫, বুধবারঃ চলে গেলেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং সংগঠনের জেলা কমিটির কার্যকরী সভাপতি দীনবন্ধু গোস্বামী। পারিবারিক ও সংগঠনের সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল সাড়ে ৬ টা নাগাদ নিজের বাড়ির ছাদে প্রতিদিনের অভ্যাস মত শরীর চর্চা করছিলেন প্রবীণ এই অবসরপ্রাপ্ত শিক্ষক। আচমকা অসাবধানতা বশত পড়ে যান তিনি। চোট লাগে মাথার পেছনে। জখম অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে শেষ রক্ষা হয়নি এদিন। সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা শাখার সম্পাদক নয়ন মুখোপাধ্যায় জানিয়েছেন, দীনবন্ধু বাবুর মৃত্যুতে জেলা তথা রাজ্যের বিজ্ঞান আন্দোলনের অপূরনীয় ক্ষতি হল। তাঁর সুন্দর ব্যবহার ও অানুসঙ্গিক গুন সমাজের সর্বস্তরের মানুষের কাছে তাঁকে বিশেষভাবে গ্রহনযোগ্য করে তুলেছিল বলে মত নয়ন মুখোপাধ্যায়ের। দীনবন্ধু গোস্বামীর প্রয়ানে এদিন শিক্ষক সমাজেও নেমে এসেছে শোকের ছায়া।
শেয়ার করুন