নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবারঃ এদিন সাত সকালেই মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। দুর্ঘটনাটি ঘটেছে বলরামপুর-বরাবাজার রাজ্য সড়কের উপর অবস্থিত পতিডি স্কুল মোড়ের নিকটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বলরামপুর থেকে বরাবাজার অভিমুখে সাইকেলে যাচ্ছিলেন এক ব্যক্তি। উল্টো দিক থেকে আসছিল একটি চারচাকা ছোট যাত্রীবাহী গাড়ি। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলে গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে এসে কার্যত নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সাইকেল আরোহী ব্যক্তি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। গাড়িটিকে আটক করেছে পুলিশ। জানাগেছে মৃত ব্যক্তির নাম অবিনাশ পতি বয়স আনুমানিক ৭০ বছর বাড়ি বলরামপুরের পতীডি গ্ৰামে।
শেয়ার করুন