নিজস্ব সংবাদদাতা, বলরামপুর : মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সিএসপির ক্যাশ বাক্স নিয়ে প্রকাশ্যে চম্পট দিল দুষ্কৃতীরা। বলরামপুরের শালবনী এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। রাস্তায় সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ কর্মীরা ওই দুষ্কৃতীদের আটকানোর চেষ্টাও করে। তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। অবশেষে গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। একটি বাইকে তিনজন দুষ্কৃতি ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। এলাকায় গুলির খোল পড়ে রয়েছে। গোটা ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page