নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৮ মার্চ ২০২৫, শুক্রবারঃ একটি বেসরকারি ব্যাঙ্কে চাকরির টোপ দিয়ে প্রতারকরা এক ২০ বছরের বেকার যুবকের লক্ষাধিক টাকা হাতিয়ে নিল বলে অভিযোগ। বুধবার পুরুলিয়া মফঃস্বল থানার অন্তর্গত নদীয়াড়ার যুবক রবি শঙ্কর রাজোয়াড় লিখিত অভিযোগ দায়ের করেন। বিবরণে জানা গিয়েছে, কয়েকদিন আগে রবি শঙ্করের মোবাইলে একটি বেসরকারি ব্যাঙ্কে চাকরির টোপ দিয়ে একটি ফোন আসে। বেকার রবি শঙ্কর চাকরির আশায় সেই প্রলোভনে পা দেন। নিজেদের তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তিনটি পৃথক অ্যাকাউন্ট থেকে মোট ১ লক্ষ ৬ হাজার ৮৮৭ টাকা ফোন কলারদের কথামত দুটি অ্যাকাউন্টের মাধ্যমে পাঠিয়ে দেন। পরে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে মফঃস্বল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পুলিশের দাবি, এত প্রচার প্রসার বা সচেতনতামূলক শিবিরের পরেও তথাকথিত শিক্ষিত সমাজের মানুষ নিজেরাও ভুল করছেন বারবার। পুলিশের বক্তব্য, সাধারণ মানুষজনকে আরো বেশি সচেতন হতে হবে এবং সজাগ থাকতে হবে।

শেয়ার করুন

You cannot copy content of this page