নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, ২৮ মার্চ ২০২৫, শুক্রবারঃ গুটখা কেনার পয়সা চেয়ে তা না পেয়ে ৯৪ বছরের বাবাকে পিটিয়ে প্রায় সংজ্ঞাহীন করল ছোট ছেলে। ভীষণ অমানবিক এই ঘটনাটি বুধবার ঘটেছে বরাবাজারে। বরাবাজার থানার ডুমুরডির বাসিন্দা মহাদেব ত্রিপাঠি (৯৪) বরাবাজার থানায় তাঁর ছোট ছেলে কিশোর কুমার ত্রিপাঠির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

বিবরণে জানা গিয়েছে, ওইদিন সকাল সাড়ে ৭ টা নাগাদ পায়চারি করছিলেন মহাদেব বাবু। এমন সময় ছোট ছেলে কিশোর এসে গুটখা কেনার জন্য পঞ্চাশ টাকা চায়। মহাদেব বাবু দিতে অস্বীকার করলে কিশোর তাঁকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে এবং প্রায় সংজ্ঞাহীন হওয়া পর্যন্ত পেটাতেই থাকে বলে অভিযোগ। মহাদেব বাবুর আরো অভিযোগ, ছোট ছেলে কিশোর তাঁকে ও তাঁর স্ত্রী অর্থাৎ কিশোরের মাকে দেখে না। প্রায়ই পয়সাকড়ি চায় এবং দুজনকেই মারধর করে। বুধবার ঘটনার জল অনেক ওপর দিয়ে বয়ে যাওয়ার কারণে বাধ্য হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন মহাদেব ত্রিপাঠি।

শেয়ার করুন

You cannot copy content of this page