নিজস্ব সংবাদদাতা, বলরামপুর: নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল বালি বোঝায় ১০ চাকার ডাম্পার। ঘটনা শনিবার সকাল সাতটা নাগাদ বলরামপুর বাগমুন্ডি রাজ্য সড়কে রাঙ্গাডি গ্রামের অদূরে রাম মন্দির সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে বালি বোঝাই ডাম্পারটি বাগমুন্ডি দিক থেকে বলরামপুরের দিকে আসার পথে রাম মন্দির সংলগ্ন এলাকায় রাস্তার বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে উল্টে যায়। তবে বরাত জোরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ডাম্পারের চালক। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ। দুর্ঘটনায় আংশিক ভাবে আহত চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পুলিশ। বালি বোঝাই গাড়ির দুর্ঘটনার পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
শেয়ার করুন