নিজস্ব সংবাদদাতা, ঝালদা, ২৮ মার্চ ২০২৫, শুক্রবারঃ চার মাস পরে এক মৃত নবজাতকের পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেয়ে খুনের তদন্ত শুরু করল ঝালদা থানার পুলিশ। থানার উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশের পরেই তদন্ত শুরু করা হয়েছে বলে ঝালদা থানার এ এস আই ঠাকরদাস কালিন্দী থানার আই সি কে বুধবার লিখিত ভাবে জানিয়েছেন। ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত ১৯ নভেম্বর ২০২৪ দুপুরে ঠাকুরদাস কালিন্দীর মোবাইলে এক অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। ফোনে জানানো হয়, গোলা রোডের উপর মেরহান্দ মোড়ের সাপুই নদীর ব্রিজের কাছে একটি নবজাতক শিশু কন্যা পড়ে রয়েছে। তড়িঘড়ি পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। নবজাতকটিকে উদ্ধার করে দ্রুত নিয়ে আসা হয় ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে চিকিৎসক শিশু কন্যাটিকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশের দাবি, প্রাথমিকভাবে নবজাতকের শরীরের কোথাও কোন রকম আঘাতের চিহ্ন পর্যন্ত ছিল না। তাই এক্ষেত্রে মৃত্যুর কারন নির্ধারনে পোস্ট মর্টেমের গুরুত্ব ছিল ভীষণ। চারমাস পর কয়েকদিন আগে মেডিক্যাল কলেজ থেকে ওই নবজাতকের পূর্ণাঙ্গ পি এম রিপোর্ট ঝালদা পুলিশের হাতে আসে। আর তাতেই চক্ষু চড়কগাছ পুলিশেরও। রিপোর্টে উল্লেখ, শ্বাস রোধের কারনেই মৃত্যু হয়েছে নবজাতকের। এরপরই নড়েচড়ে বসে ঝালদা থানার পুলিশ। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়।

শেয়ার করুন

You cannot copy content of this page