রেল লাইনে মহিলার ক্ষতবিক্ষত দেহ ঘিরে চাঞ্চল্য এলাকায়,
ঘটনা দক্ষিণপূর্ব রেলের আদ্রা চান্ডিল শাখার বিরামডি ও নিমডি রেল স্টেশনের মধ্যবর্তী এলাকায়। রেল সূত্রে খবর শনিবার সকাল সাড়ে ছ’টা নাগাদ রেল লাইন পারাপার করার সময় মালগাড়িতে কাটা পড়ে মৃত্যু হয় ওই মহিলার।দেহ লাইনের উপর পড়ে থাকায়,ঘটনার পর ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার সকাল দশটার পরও বিরামডি ও নিমডি স্টেশনের মধ্যে আপ লাইনে ট্রেন চলাচল করতে দেখা গেলো।রেল সূত্রে জানা গেছে পুরুলিয়া জিআরপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করবে।সকাল সাড়ে দশটা পর্যন্ত দেহটি দুর্ঘটনাস্থলেই পড়েছিল। সূত্রের খবর মৃত মহিলার নাম শান্তিবালা সিং সর্দার বয়স ৫৭ বছর বাড়ি বরাবাজার থানার ভিখারি চেলিয়ামা গ্রামে।
