নিজস্ব সংবাদদাতা, হুড়া, ৯ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবারঃ

রাতের অন্ধকারে চুরি গেল একটা আস্ত আর্থ মুভিং গাড়ি। তবে বিশালাকায় গাড়িটির চোর অবশ্য স্থানীয় সিসিটিভি-র ফুটেজে ধরা পড়েছে বলে ওই গাড়ি মালিকের কাছ থেকে জানা গিয়েছে। গতকাল, বুধবার জে সি বি চুরির লিখিত অভিযোগ হুড়া থানায় দায়ের করেছেন গাড়ির মালিক তথা হুড়া থানার চাকলতার অন্তর্গত ভাগাবাঁধের বাসিন্দা রফিক আনসারি।

জানা গিয়েছে, ডিসেম্বরের ২৮ তারিখ সন্ধ্যায় জেসিবি-র ড্রাইভার সেলিম হুসেন পুরুলিয়া-হুড়া রাজ্য সড়কের পাশে মঙ্গলপুর মোড়ের কাছে একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার পেট্রোল পাম্পের ভেতরের ফাঁকা জায়গায় গাড়িটি রেখে বাড়ি চলে যান। এরপর গতকাল, বুধবার দুপুর ১ টা নাগাদ জনৈক ইরসাদ আলি গাড়ি মালিক রফিক আনসারিকে ফোন করে জানান, পেট্রোল পাম্পের ভিতর জেসিবিটি নেই। তৎক্ষণাৎ সেখানে এসে পেট্রোল পাম্পে প্রতিস্থাপিত সিসিটিভি ফুটেজ দেখে রফিক আনসারি জানতে পারেন, আগের দিন, অর্থাৎ ৭ জানুয়ারি ২০২৫ গভীর রাত ৩ টা নাগাদ এক অচেনা ব্যাক্তি জে সি বি টি নিয়ে পালিয়ে যায়। এরপর বুধবার জে সি বি পেট্রোল পাম্পে না থাকার কথা জানতে পেরে হুড়া থানায় চুরির অভিযোগ দায়ের করেন তিনি।

শেয়ার করুন

You cannot copy content of this page