নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া:
দুমাসের বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার পুরুলিয়া পুরসভায় বিক্ষোভ দেখালেন পুরসভার জল বিভাগের অস্থায়ী কর্মীরা। ওই অস্থায়ী কর্মীরা চেয়ারম্যানের সঙ্গে দেখা করে তাদের দাবির কথা জানান। কর্মীদের দাবি দু মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। পুরসভা বারবার আশ্বাস দিলেও উৎসবের সময় ও তাদের বকেয়া বেতন না পাওয়াই সমস্যায় পড়তে হচ্ছে। পুরসভার আর্থিক অবস্থা খারাপ থাকায় বেতন দিতে সমস্যা হচ্ছে বলে জানান পুরসভার চেয়ারম্যান।
