নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩:
সাব-ডিভিশনাল অফিসার, পুরুলিয়া সদর, পুরুলিয়া সম্পূর্ণ অস্থায়ী পদে “ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ” পদের জন্য কর্মী নিযুক্ত করবে। উল্লিখিত পদগুলির জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে সংযুক্ত প্রফরমা অনুযায়ী দরখাস্ত আহ্বান করা হচ্ছে। যোগ্য প্রার্থীরা অফলাইনের এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য দেখুন https://cdn.s3waas.gov.in/s343ec517d68b6edd3015b3edc9a11367b/uploads/2023/01/2023011719-1.pdf/ . দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ: 22ই ফেব্রুয়ারী, 2023 বিকাল 4:00 পর্যন্ত।
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ (শূন্যপদ –1 )
বয়স (01.01.2023 তারিখে): সর্বোচ্চ 40 বছর।
পারিশ্রমিক: প্রতি মাসে 13,000/- টাকা
প্রয়োজনীয় মানদণ্ড: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট থাকতে হবে (সরকারি নিবন্ধিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 6 মাসের কোর্স)।
ন্যূনতম অভিজ্ঞতা: কম্পিউটারে কাজের জ্ঞান এবং এমএস-অফিসে অপারেটিং জ্ঞান এবং সর্বনিম্ন টাইপিং গতি 30 ডব্লিউপিএম।
বিস্তারিত ও পূর্ণাঙ্গ তথ্যের জন্য যোগাযোগ করুন: https://purulia.gov.in/notice_category/recruitment/
শেয়ার করুন