নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, রবিবার, ১৪ অগাস্ট ২০২২:
জেলা আশা সিলেকশন কমিটি , পুরুলিয়া সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে NHM-এর অধীনে বিভিন্ন এলাকার জন্য Accredited Social Health Activist (ASHA) পদের জন্য কর্মী নিযুক্ত করবে। উল্লিখিত পদগুলির জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে সংযুক্ত প্রফরমা অনুযায়ী দরখাস্ত আহ্বান করা হচ্ছে। যোগ্য প্রার্থীরা অফলাইনের এর মাধ্যমে আবেদন করতে পারবেন। দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ: পুরুলিয়া সদর এবং ঝালদা সাব-ডিভিশন -7ই সেপ্টেম্বর, 2022 বিকেল 3:00 পর্যন্ত। মানবাজার এবং রঘুনাথপুর সাব-ডিভিশন -5ই সেপ্টেম্বর, 2022 বিকেল 3:00 পর্যন্ত।
পদের নাম: আশা
বয়স (01.01.2022 তারিখে): সর্বনিম্ন 30 বছর এবং সর্বোচ্চ 40 বছর।
প্রয়োজনীয় মানদণ্ড: 1. বিবাহিত/বিবাহবিচ্ছেদ/বিধবা মহিলা নারী হতে হবে। 2. যে এলাকার জন্য তাকে নির্বাচিত করা হবে সেই এলাকার (গ্রাম) বাসিন্দা হতে হবে। 3. কমপক্ষে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় বসতে হবে (হয় পাস বা ফেল)। 4. এলাকা (গ্রাম) যেখানে সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা SC/ST এর অন্তর্গত, সেই বিভাগের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
ন্যূনতম অভিজ্ঞতা: গ্রেড-I এবং গ্রেড-II SHG সদস্যদের/প্রশিক্ষিত DAIS/ লিঙ্ক কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বিস্তারিত ও পূর্ণাঙ্গ তথ্যের জন্য যোগাযোগ করুন: http://purulia.gov.in/services/notice/employment_notice.html