নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, রবিবার, ১৪ অগাস্ট ২০২২:

পি.টি.টি.আই, পুরুলিয়া সম্পূর্ণ অস্থায়ী পদে দুই “গেস্ট লেকচারার” এবং এক “হোস্টেল ওয়ার্ডেন” পদের জন্য কর্মী নিযুক্ত করবে। উল্লিখিত পদগুলির জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে সংযুক্ত প্রফরমা অনুযায়ী দরখাস্ত আহ্বান করা হচ্ছে। যোগ্য প্রার্থীরা অফলাইনের এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য দেখুন – http://puruliagovt.wbptti.in/notice/engagement-notice-for-the-post-of-guest-lecturers-hostel-warden/. দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ: 17ই অগাস্ট, 2022 (অফিস সময়ের মধ্যে)।

পদের নাম: গেস্ট লেকচারার (সায়েন্স) (শূন্যপদ – 1)
বয়স (01.01.2022 তারিখে): NCTE 2014 এর নিয়ম অনুযায়ী।
পারিশ্রমিক: প্রতি ক্লাস 400/- টাকা
প্রয়োজনীয় মানদণ্ড: NCTE 2014 এর নিয়ম অনুযায়ী।

পদের নাম: গেস্ট লেকচারার (কম্পিউটার সায়েন্স) (শূন্যপদ –1 )
বয়স (01.01.2022 তারিখে): NCTE 2014 এর নিয়ম অনুযায়ী।
পারিশ্রমিক: প্রতি ক্লাস 400/- টাকা
প্রয়োজনীয় মানদণ্ড: NCTE 2014 এর নিয়ম অনুযায়ী। নূন্যতম BCA হতে হবে।
ন্যূনতম অভিজ্ঞতা: কম্পিউটার শিক্ষকতার অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য।

পদের নাম: হোস্টেল ওয়ার্ডেন (শূন্যপদ – 1)
বয়স (01.01.2022 তারিখে): NCTE 2014 এর নিয়ম অনুযায়ী।
পারিশ্রমিক: প্রতি মাসে **** টাকা
প্রয়োজনীয় মানদণ্ড: NCTE 2014 এর নিয়ম অনুযায়ী। ন্যূনতম স্নাতক। হোস্টেল ব্যাবস্থাপনায় প্রাথমিক জ্ঞান।
বিস্তারিত ও পূর্ণাঙ্গ তথ্যের জন্য যোগাযোগ করুন: http://purulia.gov.in/services/notice/employment_notice.html

শেয়ার করুন

You cannot copy content of this page