নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০২২:
সমষ্টি উন্নয়ন আধিকারিকের কারণ, বরাবাজার, পুরুলিয়া সম্পূর্ণ অস্থায়ী পদে বরাবাজার ব্লকের অধীনে ‘রান্না করা দুপুরের খাবারের প্রোগ্রাম’ অধীনে এক “ডাটা এন্ট্রি অপারেটর” পদের জন্য কর্মী নিযুক্ত করবে। উল্লিখিত পদটির জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে সংযুক্ত প্রফরমা অনুযায়ী দরখাস্ত আহ্বান করা হচ্ছে। যোগ্য প্রার্থীরা অফলাইনের এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য দেখুন – http://purulia.gov.in/services/notice/employment/employment_MDM_30.pdf. দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ: 5ই সেপ্টেম্বর, 2022 বিকাল 4:30 পর্যন্ত।
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর (শূন্যপদ – 1)
বয়স (01.01.2022 তারিখে): সর্বোচ্চ 40 বছর।
পারিশ্রমিক: প্রতি মাসে ***** টাকা
প্রয়োজনীয় মানদণ্ড: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক এবং সরকারী নিবন্ধিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট (কমপক্ষে ছয় মাসের কোর্স)।
ন্যূনতম অভিজ্ঞতা: এমএস অফিস এবং ইন্টারনেটের অপারেটিং জ্ঞান সহ কম্পিউটারের কাজের জ্ঞান এবং 30% নির্ভুলতার সাথে ন্যূনতম 30 শব্দ প্রতি মিনিটে টাইপিং গতি থাকতে হবে।
বিস্তারিত ও পূর্ণাঙ্গ তথ্যের জন্য যোগাযোগ করুন: http://purulia.gov.in/services/notice/employment_notice.html
শেয়ার করুন