নিজস্ব সংবাদদাতা, ঝালদা: ১ আগস্ট, ২০২১

রবিবার ঝালদার কুটিডি হাইস্কুলে প্রয়াত তৃণমূল নেতা শালিগ্রাম মাহাতর স্মরণ সভা করল তৃণমূল কংগ্রেস। ইচাগ অঞ্চল তৃনমূল এর উদ্যোগে এদিন এই স্মরণ সভা হয়। উপস্থিত ছিলেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত, ঝালদা ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক চ্যাটার্জী, সহ-সভাপতি বিপ্রদাস মাহাত, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জগদীশ মাহাত, প্রমূখ। এদিন বিধায়ক সুশান্ত মাহাত বলেন, শালিগ্রাম বাবু দক্ষ সংগঠক ছিলেন। এলাকার সব স্তরের সাধারণ মানুষের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ ছিল। অন্যদিকে এদিনের ওই সভাতেই ইচাগ অঞ্চলের পঁচিশটি কংগ্রেস পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বাগমুন্ডি বিধায়ক।

শেয়ার করুন

You cannot copy content of this page