নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া : ১৩ মার্চ, ২০২১
নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগকারী পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, আজ, শনিবার বরাবাজারে বিজেপি প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে আসেন মনোজ তেওয়াড়ি। জেলা তৃণমূলের অভিযোগ, কেবলমাত্র হেলিপ্যাডের অনুমতি থাকা সত্ত্বেও দিল্লির সাংসদ একটি রোড শো-এ অংশগ্রহন করেন এবং একটি পথসভাও করেন। বর্তমানে আদর্শ নির্বাচন বিধি লাগু রয়েছে। প্রশাসন সম্পূর্ণ রূপে নির্বাচন কমিশনের অধীন। এ অবস্থায় কেবলমাত্র হেলিপ্যাডের অনুমতি নিয়ে কিভাবে একটি রাজনৈতিক দল রোড শো করতে পারে? প্রশ্ন জেলা তৃণমূল নেতৃত্বের। বিষয়টি নিয়ে পুরুলিয়া জেলা তৃণমূলের পক্ষে জেলা নির্বাচন আধিকারিকের মাধ্যমে কমিশনে বিধি ভঙ্গের লিখিত অভিযোগও করতে যাচ্ছেন তাঁরা, শনিবার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে একথা জানান তৃণমূলের জেলা মুখপাত্র নবেন্দু মাহালি। ওই প্রেস বিজ্ঞপ্তিতে নবেন্দু মাহালি বলেন, বরাবাজারে শনিবার দলীয় প্রার্থীর সমর্থনে দিল্লির সাংসদ মনোজ তেওয়াড়ির সফরের ক্ষেত্রে এলাকার ছাতাটাঁড় মাঠে কেবলমাত্র হেলিপ্যাডের অনুমতি নিয়েছিল বিজেপি। নবেন্দু বাবুর অভিযোগ, তা সত্ত্বেও দিল্লির সাংসদকে নিয়ে স্থানীয় বিজেপি একটি রোড শো এবং একটি পথসভা করে। যার কোন অনুমতি নেওয়া ছিল না বলে দাবি তৃণমূলের জেলা মুখপাত্রের। তিনি আরো দাবি করেন, অনুমতি বিহীন প্রথম রোড শো-এর পর দিল্লির সাংসদ দ্বিতীয় রোড শো করতে গেলে নির্বাচন কমিশনের অবজারভাররা তাঁকে আটকান। নবেন্দু বাবুর প্রশ্ন, বর্তমানে গোটা প্রশাসন যেখানে নির্বাচন কমিশনের অধীন, সেখানে অনুমতি না থাকা অবস্থায় কেন বিজেপি তথা দিল্লির সাংসদকে প্রথম থেকেই আটকানো হল না? গোটা বিষয়টি নিয়ে যে তৃণমূলের পক্ষে জেলা নির্বাচন আধিকারিকের মাধ্যমে কমিশনে বিধি ভঙ্গের লিখিত অভিযোগের পথে শীঘ্রই যাওয়া হচ্ছে, তা ওই প্রেস বিজ্ঞপ্ততে পরিস্কার জানিয়ে দিয়েছেন জেলা তৃণমূলের মুখপাত্র। এমনকি কমিশনের এহেন পদক্ষেপে যে তাঁরা দলীয়ভাবে অখুশি, তা নবেন্দু মাহালির বক্তব্যে স্পষ্ট।