নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ২৪ জুলাই, ২০২১
শনিবার মানবাজার বিধানসভার জিতুজুড়ি অঞ্চলে বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগদান করলো ৩০ টি পরিবারের।তৃনমুল কংগ্রেস সূএে জানা যায় যে শনিবার বিকেলে জিতুজুড়ি দলীয় কার্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান করেন একাধিক পরিবার।এদিন দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গুরুপদ টুডু। দলত্যাগীরা জানান মাননীয়া মূখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতেই তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।এবিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গুরুপদ টুডু বলেন,প্রায় ২০০ জন বিজেপি কর্মী বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন,তাদের স্বাগত জানাই আগামীদিনে আবারও এরকম যোগদান চলতে থাকবে।
শেয়ার করুন